ইবাদত বন্দেগিতে পবিত্র লাইলাতুল বরাত পালিত

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৪:৩৫ পূর্বাহ্ণ

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল বরাত পালিত হয়েছে। নিজ নিজ গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও বিশ্ব মুসলিম উম্মার শান্তিসমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পালিত হয়েছে সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত।

রবিবার দিবাগত রাতে পালিত হয় পবিত্র শবে বরাত। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন ছিলেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। সন্ধ্যার পর অনেকে কবরস্থানে যান এবং আপনজনদের আত্মার মাগফেরাত কামনা করে

দোয়া করা হয়। জমিয়তুল ফালাহ মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, কদম মোবারক শাহী জামে মসজিদসহ নগরীর সব মসজিদে রাতভর ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়েছেন মুসুল্লী।

সাবেক মেয়র এম. মনজুর আলম : সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত ও পরিচালিত মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাসমূহে পবিত্র লাইলাতুল বরাত পালিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বাদ মাগরিব থেকে মোস্তফা হাকিম ভবনে খতমে কোরআনে পাক, জিকির আজগার ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাতব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। পবিত্র শবে বরাত উপলক্ষে সাবেক মেয়র হযরত শাহ মোহছেন আউলিয়া (.) মাজার জেয়ারত, ফাতেহা পাঠ এবং তাঁরই অর্থায়নে নির্মাণাধীন মাজার কমপ্লেঙ পরিদর্শন করেন।

ওয়াল্ড সুন্নী মুভমেন্ট, চট্টগ্রাম জেলা : ওয়াল্ড সুন্নী মুভমেন্ট, চট্টগ্রাম জেলা শাখার উদ্যেগে আগ্রাবাদ দরবার শরীফে গত রবিবার লাইলাতুল বরাত উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত। প্রধান অতিথি ছিলেন শায়খুল হাদীস হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্‌।

বুড়িশ্চর জিয়াউল উলুম জামে মসজিদ : হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম জামে মসজিদে পবিত্র লাইলাতুল বরাত পালিত হয়েছে। মাওলানা হাফেজ মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে হাফেজ মুহাম্মদ জিল্লুর রহমান কুতুবীর সঞ্চালনায় মাহফিলে প্রধান ওয়ারেজের বয়ান করেন বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ইউনুস গনি চৌধুরী। উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসাইন মুনিরী, সাইফুদ্দিন সাওদগর, মোহাম্মদ রফিক, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ সরোয়ার উদ্দিন, বেলাল উদ্দিন বিজয়, আহমদ কবির, শামসুল আলম, এস এম মহিউদ্দিন, অ্যাডভোকেট এস এম গিয়াস কামাল জুয়েল, মোহাম্মদ মুসা, এস এম মিজানুর রহমান, আজম খান, নাজিম উদ্দিন প্রমুখ। মাহফিলে শবে বরাতের তাৎপর্য নিয়ে আলোচনা, মিলাদ মাহফিল এবং সকলের সুখশান্তি, সমৃদ্ধি কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না
পরবর্তী নিবন্ধপণ্য বেচাকেনায় ডিও প্রথা থামাবে কে