চলছে মুসলমানদের পবিত্র মাহে রমজান। সংযম ও ত্যাগের এই মাসে সাহরি ও ইফতারের খাবারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড না করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন।
সমপ্রতি এক ফেসবুক পোস্টে রুবেল লেখেন, ‘ই রমজানের সাহরি-ইফতারের খাবারের ছবি বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিবেন না। মনে রাখবেন আপনার বিলাসিতা অন্য কারো আফসোসের কারণ হতে পারে।
উল্লেখ্য শ্রীলংকায় চলমান টেস্ট সিরিজের স্কোয়াডে নেই রুবেল। আবু জায়েদ চৌধুরি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদরা রয়েছেন স্কোয়াডে।