ইপিজেডের সামনে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ৬ কিমি যানজট

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ১১:০৮ পূর্বাহ্ণ

বকেয়া বেতন ও অর্জিত ছুটির দাবিতে নগরীর ইপিজেডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন চিটাগং ফ্যাশন স্পেশিয়ালিস্ট টেক্সটাইল লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

গতকাল দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩ ঘণ্টা বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে কাঠগড় থেকে কাস্টমস মোড় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল ৪টার দিকে মালিকপক্ষ ও বেপজা কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি সমঝোতা হলে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

প্রতিষ্ঠানটির আন্দোলনকারী শ্রমিকরা বলেন, বকেয়া বেতনভাতা পরিশোধের জন্য ২১ আগস্ট মালিক পক্ষ সময় দিয়েছিল। দুপুর ১১টার মধ্যে শ্রমিকরা তাদের বকেয়া না পাওয়ায় তারা রাস্তায় নেমে বিক্ষোভ করেন।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার রঞ্জিত কুমার বড়ুয়া বলেন, চিটাগং ফ্যাশন স্পেশিয়ালিস্ট টেঙটাইল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে। মালিক পক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করলেও অর্জিত ছুটির পাওনা না দেওয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে মালিকপক্ষ ও বেপজা কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি সমঝোতা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে শতাধিক গ্রাম প্লাবিত, নদীর পানি বিপদসীমার ওপরে
পরবর্তী নিবন্ধকর্ণফুলী থেকে উদ্ধারকৃত সেই জাহাজের জিনিসপত্র জাতীয় জাদুঘরে পাঠানোর অনুরোধ