ইপিজেডে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২১ at ৮:৫০ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড এলাকার একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ আয়মন (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে। নিহত আয়মন পরিবারসহ ইপিজেড এলাকার সাতাশ কলোনি আকমল আলী রোডে বসবাস করতেন। তিনি কক্সবাজারের মোহাম্মদ কবিরের ছেলে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কারখানার বৈদ্যুতিক সুইচ বোর্ডে হাত দিলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে আয়মন নামের ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একপর্যায়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধখুলশি থানা ছাত্রদলের কর্মীসভা
পরবর্তী নিবন্ধপ্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ উদ্যোক্তা করা সম্ভব