ইপিজেডে বাইক থেকে পড়ে ট্রাক চাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১০:২৪ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেডের ভেতরের ইউনিভার্সেল জিন্সের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জায়েদা আক্তার নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জায়েদা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর চাপলী গ্রামের বাসিন্দা। তিনি টেকনিক্যাল অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

ইপিজেড থানার ওসি জামির হোসেন জিয়া আজাদীকে বলেন, মোটরসাইকেলের পেছনের চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন জায়েদা। এ সময় ট্রাকের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে এবং ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে জায়েদার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, আমরা ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করেছি। ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে চাঁদের গাড়ি উল্টে নারী নিহত, আহত ৬
পরবর্তী নিবন্ধবান্দরবানে পাঁচ বন্ধু মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ৩