ইপিজেডে পাঁচ জলদস্যু আটক

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের জলদস্যু কামাল বাহিনীর প্রধান কামালসহ তার বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি টিম। তাদের হাতে বন্দী চারজনকে উদ্ধার করা ছাড়াও জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও ব্যবহৃত ট্রলার।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে নগরীর ইপিজেড থানার আকমল আলী রোডের একটি ভবন থেকে তাদের আটক করে র‌্যাব।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, কামালের নির্দেশে জেলেদের অপহরণ করে তাদের আত্মীয়স্বজনদের কাছ থেকে নগদে কিংবা বিকাশে টাকা আদায় করা হতো।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনকারীকে জরিমানা, ২ ট্রাক জব্দ
পরবর্তী নিবন্ধসাইনবোর্ডে বাংলা না লেখায় আট প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা