ইপিজেডে কষ্টিপাথরসহ ৪ চোরাকারবারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:১৪ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড এলাকা থেকে কষ্টি পাথরসহ চার চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত রোববার সন্ধ্যায় তাদের ৩৮নং ওয়ার্ড রেলবিট বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ। তাদের গতকাল সোমবার আদালতে হাজির করলে মহানগর হাকিম আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলো, নগরীর বন্দরটিলা এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. শান্ত(৩২), বরগুনা জেলার তালতলী থানাধীন নিন্দ্রাচর গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে মো. সেলিম হাওলাদার(৪০), নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন চাঁদপুর গ্রামের মৃত বাহার মিয়ার ছেলে শেখ মো. আবদুল্লাহ প্রকাশ বাদল(৫০) এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন চড়াইল গ্রামের মৃত আশরাফ আলী হাওলাদারের ছেলে মো. কামাল হোসেন(৩২)। তারা বন্দর থানা এলাকায় বসবাস করেন। নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যার পর ইপিজেড থানাধীন রেলবিট বাজার এলাকায় অভিযান চালিয়ে কষ্টিপাথরসহ চার চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইপিজেড থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগ্রেপ্তার তিন ভারতীয় নাগরিক ৩ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধসব সরকারি অফিসে প্রি-রেজিস্ট্রেশন বুথ বসানোর নির্দেশনা