ইপিজেড চত্বরে আজ জাসদের জনসভা

প্রধান অতিথি হাসানুল হক ইনু এমপি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৩ at ১১:০৯ পূর্বাহ্ণ

জাসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ইপিজেড চত্বরে আজ বিকেল সাড়ে ৩টায় জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি।

বিশেষ অতিথি থাকবেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি ও নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা এমপি এবং জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন জাসদের সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল। সভাপতিত্ব করবেন জাসদ নেতা আহম্মদ শরীফ।

পূর্ববর্তী নিবন্ধআগুনে পুড়ে শেষ মোমেনের বিদেশ যাওয়ার স্বপ্ন
পরবর্তী নিবন্ধগশ্চি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ