চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের আওতাধীন ই.পি.জেড থানা ও পতেঙ্গা থানা পূজা পরিষদের যৌথ সম্মেলন গত ১৮ সেপ্টেম্বর উত্তর পতেঙ্গা দক্ষিণ হালিশহর শ্মশান কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ইপিজেড থানা পূজা পরিষদের সভাপতি উত্তম মহাজনের (নব) সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সাবেক সভাপতি অ্যাড. চন্দন তালুকদার। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। বিশেষ অতিথি ছিলেন মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সুমন দেবনাথ, প্রদীপ শীল, বিপ্লব কুমার চৌধুরী, মিথুন মল্লিক, অ্যাড. নিখিল নাথ, সজল দত্ত, সুকান্ত মহাজন টুটুল, অঞ্জন দত্ত, অ্যাড. টিপু শীল জয়দেব, সাজু চৌধুরী, রিপন রায় চৌধুরী, উত্তম কুমার শীল, অসীম কুমার দে, অমিত ঘোষ, প্রণব সাহা, লিটন চৌধুরী, সমীর মহাজন (লিটন)। স্বাগত বক্তব্য রাখেন পতেঙ্গা থানা পূজা পরিষদের সভাপতি সৈকত মহাজন সাজু ও ইপিজেড থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুজন কুমার শীল। শ্যামল কান্তি শীলের সঞ্চালনায় থানা কমিটি ও আঞ্চলিক কমিটির পক্ষে বক্তব্য রাখেন লায়ন মানিক রতন শর্মা, সুজন মজুমদার, বাসুদেব সেনগুপ্ত, স্বরূপ শীল, কাজল চৌধুরী, অ্যাড. অন্তু মহাজন রাজু, যীশু দত্ত প্রমুখ। সম্মেলনের ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য। এতে দুই বছরের জন্য ইপিজেড থানা পূজা পরিষদের সভাপতি হিসেবে পুনরায় উত্তম মহাজন নব ও সাধারণ সম্পাদক সুজন কুমার শীল এবং পতেঙ্গা থানা পূজা পরিষদের সভাপতি হিসেবে সৈকত মহাজন সাজু ও সুজন শীল নির্বাচিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।