নগরীর ইপিজেড থানা এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টায় নেভি গেট এলাকার হযরত আলী শাহ মসজিদের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সফিউদ্দিন (৪৫)। তার গ্রামের বাড়ি কুমিল্লা। তিনি আনোয়ারা সিইউএফএল সার কারখানায় আনসার ক্যাম্পে কর্মরত ছিলেন। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই ৯ম পৃষ্ঠার ৩য় কলাম
মোটরসাইকেল আরোহী এই আনসার সদস্যের মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসে। পুলিশ ট্রাকটি আটক করেছে তবে চালক পলাতক রয়েছেন বলে ইপিজেড থানা পুলিশ জানিয়েছেন।