ইপসার সমসাময়িক নাগরিক বিষয় শীর্ষক আলোচনা সভা

| শুক্রবার , ৮ জানুয়ারি, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র প্রধান কার্যালয়ে চট্টগ্রাম আরবান নেটওয়ার্ক আয়োজিত সমসাময়িক নাগরিক বিষয় শীর্ষক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আশেকুর রহমান। ইপসার উপ পরিচালক নাছিম বানুর সঞ্চালনায় সভায় চট্টগ্রাম আরবান নেটওয়ার্কের উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও আরো বক্তব্য রাখেন ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান, পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী, পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মনজুর মোর্শেদ চৌধুরী, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, ব্র্যাকের সমন্বয়ক এস এম মনিরুজ্জামান, ঘাসফুলের ম্যানেজার (এডমিন) সৈয়দ মামুনুর রশীদসহ চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জনসংখ্যা বৃদ্ধিসহ নানা কারণে একটি নগরীকে প্রতিনিয়ত অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। করোনা মহামারীর মত কঠিন পরিস্থিতি তার জ্বলন্ত উদাহরণ। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি অসংখ্য বেসরকারি উন্নয়ন সংস্থা নগরবাসীর জীবনমান উন্নয়নে এবং একটি সবুজ, পরিচ্ছন্ন এবং নিরাপদ নগরী করবার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। নাগরিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রামে কর্মরত উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে একটি সেতুবন্ধন করবার নিমিত্তে চট্টগ্রাম আরবান নেটওয়ার্ক কাজ করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুনিয়র চেম্বারের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধনৌকায় আস্থা দেখে হুমকি-ধামকির আশ্রয় নিচ্ছে বিএনপি