ইন্দোনেশিয়ার মধ্য জাভার দুটি অঞ্চলে ভূমিধসে মৃত্যু বেড়ে ৩০–এ দাঁড়িয়েছে বলে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে। টানা বৃষ্টিপাতের দরুন প্রথমে সিলাচাপ শহরে ও তার কয়েকদিন পর বানজারনেগারা অঞ্চলে হওয়া ভূমিধসে এখনও ২১ জনের মতো নিখোঁজ রয়েছে, তাদের সন্ধানে অভিযান অব্যাহত আছে, গতকাল শুক্রবার সংস্থাটি এ কথা বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত বানজারনেগারা থেকে উদ্ধারকারীরা বৃহস্পতিবার আরও ৭টি মৃতদেহ উদ্ধার করার পর সেখানে ভূমিধসে মৃত্যু বেড়ে ১০ জনে দাঁড়ায়। এখনও ১৮ জন নিখোঁজ, বৃহস্পতিবার রাতে দেওয়া বিবৃতিতে এ কথা জানান সংস্থার মুখপাত্র আবদুল মুহারি। ভূমিধসে ওই এলাকায় কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত, ৭ জন আহত হয়েছে। অন্তত ৯০০–র বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে পুলিশ, সেনা সদস্যসহ অন্তত ৭০০ উদ্ধারকর্মী নেমেছে, ব্যবহার হচ্ছে খনন যন্ত্র এক্সকাভেটরও, বলেছেন মুহারি। সিলাসাপে নতুন চারটি মৃতদেহ উদ্ধারের পর সেখানে নিহতের সংখ্যা ২০–এ পৌঁছেছে, নিখোঁজ এখনও তিন। কর্তৃপক্ষ সেখানে উদ্ধার অভিযান আগামী সপ্তাহ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ৪০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
ইন্দোনেশিয়ায় সেপ্টেম্বরে শুরু হওয়া বর্ষাকাল এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা; এই সময়ের মধ্যে অনেক এলাকায় ব্যাপক বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি রয়েছে।












