ইন্দোনেশিয়ায় পূজার নতুন প্রযোজনা ‘ম্যাকবেথ’

| বুধবার , ৮ নভেম্বর, ২০২৩ at ১০:১৩ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়া সরকারের আয়োজনে অনুষ্ঠাতব্য কিরাম আর্টস ফেস্টিভ্যালে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের নৃত্যশিল্পী ও নির্দেশক পূজা সেনগুপ্ত। এমনটাই জানান তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর। আগামী ৮১২ নভেম্বর ইন্দোনেশিয়ার কালিমন্থন প্রদেশে এটি অনুষ্ঠিত হবে। উৎসবে পূজা সেনগুপ্তর একক পরিবেশনায় মঞ্চায়িত হবে তুরঙ্গমীর নতুন প্রযোজনা ‘ম্যাকবেথ’। প্রযোজনাটি প্রসঙ্গে পূজা বললেন, ‘ম্যাকবেথ’এর বর্তমান প্রাসঙ্গিকতা ও রূপ নিয়ে একটি থিমেটিক পারফরমেন্স এটি।

যার ভাবনা, নকশা, নৃত্যনির্মাণ ও নির্দেশনায় থাকছি আমি। আশা করছি আমার পরিবেশনাটি উৎসবে আগতদের ভালো লাগবে। ৬ নভেম্বর উৎসবে যোগ দেবার উদ্দেশ্য ঢাকা থেকে জাকার্তা উড়ে গেছেন পূজা। সেখানে ৫ মিনিটের ‘ম্যাকবেথ’ পরিবেশনার পাশাপাশি পূজা সেনগুপ্ত তার প্রযোজনা ও নির্মাণের নিজস্ব কৌশলের ওপর একটি কর্মশালাও পরিচালনা করবেন।

যেখানে অংশগ্রহণ করবেন বিভিন্ন অঙ্গনের আন্তর্জাতিক শিল্পীরা। উৎসবে বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করছেন মালয়েশিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, হংকং, ইতালি, ঘানা, মেক্সিকো, ভারত, তাইওয়ান, নেদারল্যান্ড, মরক্কো, যুক্তরাজ্য, কম্বোডিয়া, জার্মানি, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীন ও স্বাগতিক ইন্দোনেশিয়ার মূলধারার শিল্পীরা।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস নির্বাচনে সবার আগে মনোনয়ন জমা দিলেন তানসির
পরবর্তী নিবন্ধআবার একসঙ্গে ফেরদৌস-পূর্ণিমা