বিসিএলের ওয়ানডে ভার্সন ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে উঠেছে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল। ১৫ জানুয়ারি শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে মোসাদ্দেক হোসেন সৈকতের মধ্যাঞ্চল আর জাকির হাসানের দক্ষিণাঞ্চল। লিগ পর্বের শেষ ম্যাচে গতকাল বৃহস্পতিবার মধ্যাঞ্চলের মুখোমুখি হয়েছিল দক্ষিণাঞ্চল। তাদের মধ্যে টানা দুই ম্যাচ জিতে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল মধ্যাঞ্চল। তাই শেষ ম্যাচ দক্ষিণাঞ্চলের কাছে হেরেও সমস্যা হয়নি তাদের। বরং ৫ উইকেটের জয় নিয়ে ফাইনালে মধ্যাঞ্চলের সঙ্গী হয়েছে দক্ষিণাঞ্চল। বৃহস্পতিবার আগে ব্যাট করে মধ্যাঞ্চল ৮ উইকেটে করেছিল ২২০ রান। জবাবে তৌহিদ হৃদয়ের ম্যাচসেরা ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৪৮.৪ ওভারে জয়ের বন্দরে নোঙর ফেলেছে দক্ষিণাঞ্চল। পিনাক ঘোষ ও এনামুল হকের ওপেনিংয়ে দারুণ সূচনাও পায় তারা। ৬০ রানের জুটি ভাঙে মোসাদ্দেক হোসেন এনামুলকে (২৪) ফেরালে। নতুন ব্যাটার মাইশুকুরও বেশিক্ষণ থিতু হতে পারেননি। একপ্রান্ত আগলে তখন পরিস্থিতি সামাল দিয়েছেন পিনাক।
তবে হাফ সেঞ্চুরির পর বেশি বড় হয়নি তার ইনিংস। ৭৯ বলে ফিরে যান ৫৪ রান করে। এর পরেই জুটি গড়েন তৌহিদ হৃদয় ও জাকির হাসান। মূলত তাদের ৮০ রানের জুটি দক্ষিণাঞ্চলের জয় সুনিশ্চিত করে দেয়। ৪৮ বলে ৪ চারে ৪০ রানে ফেরেন জাকির। অপরপ্রান্ত আগলে খেলতে থাকেন তৌহিদ হৃদয়। ৭৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ৬৫ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। এর আগে নাহিদুল ১৫ বলে ২২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। মধ্যাঞ্চলের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন মুরাদ। শুরুতে মধ্যাঞ্চল ৮ উইকেটে ২২০ রান করতে পারে আবু হায়দার রনির শেষ দিকের ঝড়ে। মোস্তাফিজের করা ইনিংসের শেষ ওভারে ২ ছয় ও ২ চারে তুলেছেন ২১ রান। রনি দলের হয়ে সর্বোচ্চ ২৭ বলে ৫৪ রানে অপরাজিত থেকেছেন। এছাড়া ৪৬ রান করেছেন আব্দুল মজিদ ও ৪৪ রান করেন মোসাদ্দেক হোসেন। দক্ষিণাঞ্চলের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। তিনটি নিয়েছেন মেহেদী হাসান। একটি নিয়েছেন কামরুল ইসলাম রাব্বী। এই ম্যাচের পর দুই দল ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে নাম লিখিয়েছে। বাদ পড়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল। দুটি দলই শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে অবশ্য উত্তরাঞ্চলকে ৪ উইকেটে হারিয়েছে পূর্বাঞ্চল। আগে ব্যাট করে উত্তরাঞ্চল সবকটি উইকেট হারিয়ে করতে পেরেছে ২১৬ রান। জবাবে ৩৭.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় পূর্বাঞ্চল। এই জয়ের পর তারা ২ পয়েন্ট পেয়ে তিনে অবস্থান করছিল। আর উত্তরাঞ্চল ছিল চারে। সমান পয়েন্ট পেলেও দলটি রানরেটে পিছিয়ে ছিল।