ইন্টারস্টেলার নির্মাণের চেয়ে কম খরচে চন্দ্রবিজয় ভারতের

| শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

চাঁদের পৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে ভারতের ‘চন্দ্রযান ৩’। এই কৃতিত্ব অর্জনে দেশটি যে অর্থ খরচ করেছে, সেটি হালের জনপ্রিয় সিনেমা ‘ইন্টারস্টেলার’এর নির্মাণখরচের চেয়েও কম। বুধবার ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো ঘোষণা দেয়, তাদের নভোযান চাঁদের দক্ষিণ মেরুর পৃষ্ঠে সফলভাবে সফট ল্যান্ডিং করেছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছে ভারত। এর মাধ্যমে চাঁদের পৃষ্ঠে সফলভাবে অবতরণ করা চতুর্থ দেশ হওয়ার কৃতিত্বও অর্জন করে দেশটি। তুলনামূলক কম বাজেটের মধ্যেই লক্ষ্যমাত্রা অর্জন করেছে দেশটি। রয়টার্স বলছে, চন্দ্রযান ৩’কে চাঁদের পৃষ্ঠে পাঠাতে খরচ পড়েছে ছয়শ ১৫ কোটি রুপি (সাড়ে সাত কোটি ডলার)। খবর বিডিনিউজের।

খরচ বেশিরভাগ মহাকাশ বিষয়ক হিট সিনেমার চেয়ে কম। ২০১৩ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘গ্র্যাভিটি’ তৈরির পেছনে খরচ পড়েছিল ১০ কোটি ডলার। ২০১৫ সালে মুক্তি পাওয়া ম্যাট ডেমন অভিনীত মঙ্গল গ্রহ বিষয়ক সিনেমা ‘দ্য মার্শান’এর পেছনে খরচ হয়েছিল ১০ কোটি ৮০ লাখ ডলার। অন্যদিকে, ক্রিস্টোফার নোলান পরিচালিত ইন্টারস্টেলার সিনেমার খরচ (সাড়ে ১৬ কোটি ডলার) ছিল চন্দ্রযান ৩এর বাজেটের দ্বিগুণেরও বেশি।

এমনকি পৃথিবীর কয়েকটি বাড়ির দামের চেয়েও কম খরচে এই কৃতিত্ব অর্জন করেছে দেশটি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.৮১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধক্যালিফোর্নিয়ায় বারে গোলাগুলিতে নিহত ৪, আহত ৬