ইনার হুইল ক্লাবের সেলাই প্রশিক্ষণ ও জরায়ু ক্যান্সার টিকাদান কর্মসূচি

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৫:৩৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় হাজীগাঁও শোলকাটা সরওয়ার জামাল নিজাম উচ্চ বিদ্যালয়ে ইনার হুইল ক্লাব অব চিটাগং এর উদ্যোগে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে ভেক্সিন প্রদান, সেলাই প্রশিক্ষণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নাজনীন নিজাম। বিশিেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা চেয়ারম্যান বৈশাখী ম্যান্ডেজ, ইনার হুইল ক্লাব অফ চিটাগং এর সভাপতি লক্ষ্মী ধর, প্রাক্তন সভাপতি শুভ্রা বিশ্বাস, ক্লাব সেক্রেটারি রেহেনুমা আজওয়া, প্রাক্তন সভাপতি রেহানা খান, সদস্য জুলেখা খান। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক এস এম মহি উদ্দীন। প্রধান অতিথি বলেন,বর্তমান বিশ্বে মরণব্যাধি ক্যান্সার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই ইনার হুইল ক্লাব অব চিটাগং এর উদ্যোগে বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে ভেঙিন প্রদান করা হয়। পাশাপাশি সেলাই প্রশিক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের আহাজারিতে কেঁপে উঠেছে আমাদের হৃদয়
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনার ট্যালেন্ট হান্ট