ইনার হুইল ক্লাব অব লুসাই হিলসের ১০ বছর পূর্তিতে সম্প্রতি ম্যাগাজিন প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ফারহানাজ কাইয়ুম। লুসাই হিলসের সদস্যরা এ সময় প্রদীপ প্রজ্জ্বলন করেন। উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫এর প্রতিষ্ঠাতা দিলরুবা অহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান খালেদা আউয়াল, শারমিন হোসেন, শারমিন রহমান, মোহসেনা রেজা, তাহিয়া খলিল, তাহেরা ওয়াহিদ, এনজেলা মেন্ডেস সহ ঢাকা থেকে আগত অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভিন্ন ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট ও সেক্রেটারি বৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।