ইনার হুইল ক্লাব অব লুসাই হিলসের উদ্যোগে গত ২৮ নভেম্বর মঙ্গলবার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সহিংসতার শিকার বিভিন্ন নারীরা। তাদের আইনী সহায়তা দেওয়ার জন্য ক্লাবের পক্ষ থেকে সহযোগিতা করার কথা উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট মুনিরা বেগম। উপস্থিত ছিলেন বোরহানা কবির। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ জেসমিন আক্তার। প্রধান আলোচক ছিলেন অ্যাড. কাওসার পারভীন। বক্তব্য রাখেন লেডিস ক্লাবের প্রেসিডেন্ট খালেদা আউয়াল, কাজী রুনু বিলকিস, অধ্যাপক সালমা রহমান, মানসী বড়ুয়া, শামসুন নাহার, হাফসা সালেহ প্রমুখ। আইনী পরামর্শ দেন অ্যাড. কাওসার পারভীন। প্রেস বিজ্ঞপ্তি।