ইনার হুইল ক্লাব অব গ্রীন হিলস্ চিটাগাং এর এক সভা গতকাল মঙ্গলবার সিনিয়র ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ফারাহনাজ কাইয়ুম। ভার্চ্যুয়ালি যোগদেন ক্লাব প্রেসিডেন্ট জেবুন্নেসা চৌধুরী। ক্লাবের পাস্ট ভাইস প্রেসিডেন্ট আমিন ফারজানা শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারি ফাতেমা জোহরা। ক্লাবের সার্বিক কর্মকাণ্ডের উপর রির্পোট পেশ করে ক্লাব সেক্রেটারী ফাতেমা জোহরা। উত্থাপিত রির্পোটে ক্লাবের সম্পাদিত সামাজিক মানবিক ও পরিবেশগত প্রকল্পসমূহ তুলে ধরা হয়। এছাড়াও জনকল্যাণে ও পরিবেশ সংরক্ষণে এর গৃহীত নতুন প্রকল্প সমূহের বিভিন্ন দিক র্পর্যালোচনা করা হয়। প্রধান অতিথি বলেন, ইনার হুইল ক্লাব অব গ্রীন হিলস্ চিটাগাং ক্লাব ইতিপূর্বে মানবিক ও সামাজিক ও পরিবেশগত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আর্তমানবতার সেবায় ব্যাপক অবদান রেখেছে। বিশেষ করে সমাজের অবহেলিত অংশের জীবনমানোন্নয়নে সেবার মনোভাব নিয়ে তাদের গৃহীত কর্মকাণ্ড সত্যিই প্রশংসার দাবিদার। তিনি মানবতার সেবায় ভবিষ্যতে আরো ব্যাপক অবদান রাখার আশাবাদ ব্যক্ত করে ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।