দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের বিভিন্ন পূজা মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের জামায়াত নেতা অ্যাডভোকেট শেখ জোবায়ের মাহমুদ, কাট্টলী ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবিএম সুলাইমান, বেলাল হোসেন, নজরুল ইসলাম, আবুল হাশেম চৌধুরী, আবু সাঈদ, এটিএম শফিকুল মাওলা শোভন প্রমুখ। সভায় অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সকল ধর্মের মানুষদের এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।