ইনসাফভিত্তিক রাষ্ট্রগঠনে ওলামায়ে কেরামকে নেতৃত্ব দিতে হবে

সদরঘাট থানায় ওলামা মাশায়েখ সম্মেলনে শাহজাহান চৌধুরী

| রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:৩০ পূর্বাহ্ণ

ওলামায়ে কেরাম মসজিদে, ময়দানে বক্তব্য, ওয়াজ, নসিহত ও দাওয়াতে ইলাল্লাহর কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন। এতে যুবকরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছেন, ইসলামের পক্ষে ভূমিকা রাখতে সক্ষম হচ্ছেন। একটি কল্যাণমুখী ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে তাদেরকে নেতৃত্ব দিতে হবে।

গতকাল শনিবার বাংলাদেশে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী এসব কথা বলেন।

থানা সেক্রেটারি সারোয়ার জাহান সিরাজীর পরিচালনায় ও থানা ওলামা দায়িত্বশীল মাওলানা মুহাম্মদ নাজির হোসাইন কুতুবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর নায়েব আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনূস, থানা আমীর মুহাম্মদ আবদুল গফুর, বাংলাদেশ মসজিদ মিশনের মহানগরীর সভাপতি মাওলানা মোহছেন আল হোসাইনী, ওলামা বিভাগের চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মিয়া মুহাম্মদ হোসাইন শরিফ, থানা নায়েবে আমীর ডা. আবদুল মতিন তালুকদার। এতে বিভিন্ন মসজিদের খতিবগণও বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদে আজম উদযাপনে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বন্যা, পানিবন্দি ১০ গ্রামের মানুষ