হযরত শাহ সূফি আমানত খান (র.) দরবারে প্রতি বছরের মতো দশ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল সাজ্জাদানশীন মোতোয়াল্লী শাহজাদা মুহাম্মদ এনায়েত উল্লাহ খানের (মা.জি.আ.) ছদারতে অনুষ্ঠিত হয়। মাহফিলে ওলামায়ে কেরাম পীর মাশায়েখ তকরির করেন। মাহফিলে বক্তারা বলেন, ইমাম হোসাইন (র.) কারবালা প্রান্তরে হক সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করেছেন। বিশ্বের মুসলমানদের ঈমানী দায়িত্ব হলো সারা জীবন আহলে বায়তে রাসূল (দ.) দেরকে অন্তরে মহব্বত করা। শেষে আহলে বায়তে রাসূল (দ.) এর প্রতি অন্তরে মহব্বত ও দেশ ও জাতির কল্যাণে কামনা করে আখেরী মোনাজাত করেন সাজ্জাদানশীন মোতোয়াল্লী শাহজাদা মুহাম্মদ এনায়েত উল্লা খান (মা.জি.আ.)। উপস্থিত ছিলেন- শাহাজাদা মুহাম্মদ বেলায়েত উল্লাহ খান, হাফেজ মৌলানা শাহজাদা মুহাম্মদ উল্লাহ খান, শাহজাদা হাফেজ মৌলানা মাহমুদ উল্লা খান, শাহজাদা মুহাম্মদ নুর উল্লা খান, শাহজাদা মুহাম্মদ আহছান উল্লা খান, ইমাম মৌলানা মোবারক আলী, মৌলানা মোহাম্মদ তৈয়ব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।









