ইনসাফ ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে

কোতোয়ালী থানা জামায়াতের রুকন সম্মেলনে অধ্যক্ষ নুরুল আমিন

| শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম ২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, ন্যায়, ইনসাফ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রুকনদের আন্তরিকতা ও ত্যাগের সাথে ভূমিকা পালন করতে হবে। রুকনদের সাহাবা আজমাইনদের আদলে গঠন করে সমাজ ও রাষ্ট্র থেকে সকল প্রকার বৈষম্য, দুর্নীতি ও অন্যায় দূর করে আদর্শ সমাজ এবং কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে নিজে অগ্রগামী করে মানবসেবায় নিয়োজিত রাখতে হবে।

গত বুধবার দেওয়ান বাজারস্থ বিআইএ মিলনায়তনে কোতোয়ালী থানা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমির আমির হোছাইনের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শূরা সদস্য ও থানা সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় উক্ত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রো ভিসি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন কোতোয়ালী থানার নায়েবে আমির অধ্যাপক আবদুজ জাহের ও আহমদ রশীদ আমু, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ফেরদাউস, এইচ এম এমদাদ উল্লাহ, নাজিম উদ্দীন, নুরুল কবীর, ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড আমির সাইয়্যেদ মুহাম্মদ আলী, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড আমীর আজগর হাসান, ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড আমির এডভোকেট আনোয়ার সাদাত, ২১ নম্বর জামালখান ওয়ার্ড আমীর একরামুল হক এবং ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড আমির ওসমান গণি, ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড আমির ডা. মোহাম্মদ ইলিয়াস, ৩৩ নম্বর ফিরিংঙ্গী বাজার ওয়ার্ড আমির কামাল উদ্দিন, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড আমির নুরুল আমিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে আয়ুব-বিবি ট্রাস্টের উদ্যোগে গাছের চারা বিতরণ
পরবর্তী নিবন্ধপৃথিবীটা একটা পরীক্ষার জায়গা আরেকটি অনিবার্য জগৎ রয়েছে