শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করতে দলের নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশের গণতন্ত্রকামী জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দেওয়া এক ভিডিও বার্তায় তারেক রহমান এই আহ্বান জানান। বিএনপি নেতা–কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ‘আপনারাই বিএনপির প্রাণ। শত নির্যাতন নিপীড়ন হামলা, মামলা ও হয়রানির শিকার হয়েও আপনারা জাতীয়তাবাদের আদর্শ থেকে বিচ্যুত হননি। আমি জানি, অতীতে বছরের পর বছর ধরে আপনাদের অনেকেই মাফিয়া সরকার এবং তাদের দোসরদের দ্বারা নির্যাতন–নিপীড়নের শিকার হয়েছেন।’ খবর বাসসের।
তিনি বলেন, ‘বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের প্রতি আমার একটি অনুরোধ অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ প্রতিশোধ পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নিন। তবে খেয়াল রাখবেন কেউ যেন হয়রানিমূলক হামলা–মামলার শিকার না হন।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা কিংবা বিরোধী রাজনৈতিক দল হিসেবে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি দেশ এবং জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে। এ কারণেই শত প্রতিকূল পরিস্থিতি পেরিয়েও দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে স্বাধীনতার ঘোষকের দল বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান।’