আসন্ন ত্রয়োদশ রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম–৯ আসনের মনোনীত প্রার্থী শেখ নঈম উদ্দিন নগরীর আন্দরকিল্লা এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণায় চালায়।
গত ২৫ জানুয়ারি নির্বাচনী প্রচারণায় কোতোয়ালি ও আন্দরকিল্লা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মানবতা ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে শেখ নঈম উদ্দিন এই আসনে নির্বাচনে অংশগ্রহণ করছেন। স্থানীয় জনগণের অধিকার রক্ষায় আপেল প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি।












