মাদারবাড়ি ও সদরঘাট থানায় গত ২৮ জানুয়ারি নির্বাচনী আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় আসন্ন ত্রয়োদশ রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১১ আসনে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল আজিজ মিয়া উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন সদরঘাট থানা শাখার প্রতিনিধি ভাইবোন। এতে বক্তারা বলেন, মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র না বুঝা সত্য– মিথ্যা, ন্যায় অন্যায়, ধর্ম –অধর্ম, মানবতা– পাশবতা, অধিকার– রুদ্ধতা, স্বাধীনতা– পরাধীনতার দ্বন্দ্বের ধারা ও মুক্তির ধারা কিছুই না বুঝা। মানবতার রাজনীতি ছাড়া মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া হয় না। রাষ্ট্র সবার সব মানুষের, রাষ্ট্র একক গোষ্ঠী বা একক ধর্মের নয়। মানবতার রাজনীতির বিপরীত সব রাজনীতিই সত্য ও মানবতার বিরুদ্ধে মিথ্যা অবিচার রাষ্ট্রীয়সন্ত্রাস স্বৈরদস্যুতার হাতিয়ার। মানবতার রাজনীতি– মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া দয়াময় আল্লাহতাআলার প্রাকৃতিক বিধান এবং সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাধিক প্রিয়নবীর দান। স্থানীয় জনগণের অধিকার রক্ষা আপেল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি।












