ইনকনট্রেড লিমিটেডের সাড়ে তিন কোটি টাকার ভ্যাট ফাঁকি

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ নভেম্বর, ২০২১ at ৫:৪১ পূর্বাহ্ণ

নগরীর পূর্ব পতেঙ্গা লালদিয়ার চর এলাকার বেসরকারি কন্টেনার ডিপো ইনকনট্রেড লিমিটেডের সাড়ে তিন কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে আজাদীকে নিশ্চিত করেছেন ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান।
তিনি বলেন, ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর বন্দর সেবাদানকারী প্রতিষ্ঠান ইনকনট্রেড লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম তদন্ত করে প্রায় ৩ কোটি ৪৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। মামলাটি আইনগত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট চট্টগ্রামে পাঠানো হয়েছে। ভ্যাট গোয়েন্দার উপপরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে একটি দল তদন্তটি পরিচালনা করে।
ভ্যাট গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইনকনট্রেড লিমিটেড প্রতিষ্ঠানটি উৎসে কর্তন খাতে কোনো ভ্যাট পরিশোধ করেনি। ২০১৪ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত প্রতিষ্ঠানের কার্যক্রম যাচাই করে দেখা যায়, বকেয়া ভ্যাটের পরিমাণ ছিল ৩৮ লাখ ৭৬ হাজার ৪৮৬ টাকা। এর আগে কোনো ভ্যাট পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির কাছ থেকে অপরিশোধিত ওই ভ্যাট আদায়যোগ্য। আর জরিমানা হিসাবে মাসে ২ শতাংশ সুদে ২১ লাখ ৮০ হাজার ৩২৮ টাকা আদায়যোগ্য।
এছাড়া ওই সময়ে প্রতিষ্ঠানটির বার্ষিক অডিট রিপোর্ট (সিএ) অনুযায়ী প্রদর্শিত বিক্রয় মূল্যের তুলনায় দাখিলপত্রে বিক্রয়মূল্য কম প্রদর্শন করেছে প্রতিষ্ঠান। সেখানে ভ্যাট ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৬১ লাখ ১৪ হাজার ৬১৩ টাকা। সেখানেও জরিমানা সুদ হিসাবে ১ কোটি ২৫ লাখ ৮৩ হাজার ৭১০ টাকা আদায়যোগ্য। প্রতিষ্ঠানটির অপরিশোধিত ভ্যাটের পরিমাণ ১ কোটি ৯৯ লাখ ৯১ হাজার ৯৯ টাকা এবং সুদ বাবদ ১ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ৩৮ টাকাসহ সর্বমোট ৩ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার ১৩৭ টাকা আদায়যোগ্য।

পূর্ববর্তী নিবন্ধসজীব হত্যার তিন দিনের মধ্যে রহস্য উদঘাটন
পরবর্তী নিবন্ধছাত্ররা এভাবে রাজনীতিতে জড়াবে কোনো মা-বাবাই সেটা চান না