ইথিওপিয়ায় ১২ হাজার বছর পর আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ছড়িয়ে পড়া ছাই দিল্লিতে

| বুধবার , ২৬ নভেম্বর, ২০২৫ at ৮:২১ পূর্বাহ্ণ

ইথিওপিয়ার আফার অঞ্চলে প্রায় ১২ হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো হায়লি গুবি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয়েছে। খবর বিডিনিউজের। রোববার স্থানীয় সময় সকালে হওয়া এই অগ্নুৎপাতের ঘন ছাই প্রায় ১৪ কিলোমিটার উঁচুতে উঠে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগের বাতাসের ধাক্কায় বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে, যাদের মধ্যে ভারতও রয়েছে। ভারতীয় গণমাধ্যমে এনডিটিভি দেশটির আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে, আগ্নেয়গিরিটির ছাই প্রথমে গুজরাট, পরে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লির উপর দিয়ে প্রবাহিত হয়। দিল্লির আকাশে আগ্নেয়গিরির ছাই ঢুকতেই সেখানে চলমান দূষণ পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এতে সোমবার রাত থেকেই বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, আগ্নেয়গিরির ছাইয়ের মেঘ ধীরে ধীরে চীনের দিকে সরে যাচ্ছে এবং মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে ভারতের আকাশ ছেড়ে যাবে বলেও জানিয়েছে তারা।

এক বিবৃতিতে আইএমডি বলেছে, বাতাসের তীব্র গতিবেগ ইথিওপিয়া থেকে ছাইয়ের মেঘকে লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন ও ওমান পর্যন্ত নিয়ে গেছে। সেখান থেকে তা আরব সাগর অতিক্রম করে পশ্চিম ও উত্তর ভারতের দিকে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধটাইব্রেকারে জিতে ফাইনালে যেতে হলো মোহামেডানকে
পরবর্তী নিবন্ধস্বামী বা স্ত্রী একজনই যথেষ্ট, ক্যাথলিকদের বলল ভ্যাটিকান