ইতিহাসবিদ অধ্যাপক ড. আসমা সিরাজুদ্দীনের ইন্তেকাল

| বুধবার , ২২ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. আসমা সিরাজুদ্দীন গতকাল মঙ্গলবার ভোরে চট্টগ্রাম শহরস্থ তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৪ বছর। ড. আসমা সিরাজুদ্দীন জাতীয় অধ্যাপক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীনের সহধর্মিনী। অধ্যাপক আসমা সিরাজুদ্দীন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও শিক্ষাবিদ ছিলেন। আগামী ২৪ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুমা মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। তাদের একমাত্র সন্তান, বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ ওমর সিরাজউদ্দির যুক্তরাষ্ট্র হতে বৃহষ্পতিবার দেশে ফেরার কথা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে হবে
পরবর্তী নিবন্ধছয় দিনের সফরে আজ মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী