শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি –২০২২ এর পতেঙ্গা জোনের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল শুক্রবার সকালে পতেঙ্গা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আকরাম উদ্দিন রাজিব ও লুৎফুর রহমান টিপুর সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তির সমন্বয়ক এম শাহেদুল আলম মুন্না। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. ওয়াহিদ হাসান। উদ্বোধক ছিলেন আল্লামা আব্দুর রহীম তৈয়বী। প্রধান বক্তা ছিলেন লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিষদের সাবেক পরিচালক প্রকৌশলী মো. আরিফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ওমর ফারুক, হাসান রিফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, শৈশবে শিশুর বুদ্ধিজ্ঞান ইতিবাচকভাবে জাগানো গেলে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের স্বপ্ন অচিরেই বাস্তবায়িত হবে। আলোচনা সভা শেষে পতেঙ্গা এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বৃত্তিপ্রাপ্তদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।