যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের প্রোসডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে ফোনে কথা বলেছেন। পৃথকভাবে উভয় নেতাই তাদের এ ফোনালাপকে ইতিবাচক বলে বর্ণনা করেছেন। চলতি মাসের প্রথমদিকে মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার পর ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। খবর বিডিনিউজের।
রয়টার্স জানায়, বুধবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, ফোনালাপে তাদের মধ্যে তেল, খনিজ, বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে স্থিতিশীল ও পুনরুদ্ধারে সাহায্য করতে কাজ করছে বলে পোস্টে দাবি করেন ট্রাম্প। রয়টার্স লিখেছে, কয়েক মাস ধরে চলা তীব্র উত্তেজনার পর এই ফোনালাপে দুই দেশের মধ্যে নাটকীয় কূটনৈতিক মোড় ফেরানোর সূচনা হল। ট্রাম্প প্রশাসনের চোখ ভেনেজুয়েলার বিপুল কিন্তু কম উৎপাদনকারী তেল মজুদের ওপর। ট্রাম্পের সঙ্গে ফোনালাপকে দীর্ঘ, ফলদায়ক ও মার্জিত বলে উল্লেখ করেছেন রদ্রিগেজ। তিনি বলেছেন, তারা উভয় দেশের স্বার্থে একটি দ্বিপাক্ষিক এজেন্ডা নিয়ে আলোচনা করেছেন।










