ইতালির বিশ্বকাপজয়ী পাওলো রসি আর নেই

| শুক্রবার , ১১ ডিসেম্বর, ২০২০ at ৬:২৩ পূর্বাহ্ণ

ইতালির হয়ে ১৯৮২ সালের বিশ্বকাপ জেতা পাওলো রসি আর নেই। ৬৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি এই ফরোয়ার্ড। দেশটির হয়ে ১৯৭৭ থেকে ১৯৮৬ পর্যন্ত ৪৮ ম্যাচ খেলা রসি বিশ্বকাপের সেই আসরে গোল্ডেন বুট ও একইসঙ্গে গোল্ডেন বল জেতেন। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন জুভেন্টাস ও এসি মিলানের মতো নামকরা দল। শেষ বয়সে ইতালিয়ান টিভি চ্যানেল আরএআই স্পোর্তে কাজ করতেন এই তারকা স্ট্রাইকার।

পূর্ববর্তী নিবন্ধবিবর্ণ সাকিব স্বরূপে ফিরবেন কবে
পরবর্তী নিবন্ধআজ নরসিংদীতে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে মর্ণিং ফিটনেস জোন