ইতালিতে জাতীয় ঐক্যের সরকার ভেঙে পড়ার পর দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লার কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মাতারেল্লার কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
দ্রাগির পদত্যাগ ইউরোপের দেশটিকে নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে ফেলতে পারে বলে আশংকা করা হচ্ছে। খবর বিডিনিউজের।
ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রধান দ্রাগির আমলে ইতালির রাজনীতি তুলনামূলক স্থিতিশীল ছিল, ইউক্রেনে রাশিয়ার অভিযানের পাল্টায় ইউরোপের দেশগুলো যে একাট্টা হতে পেরেছিল, তাতেও তার ভূমিকা ছিল অপরিসীম।