ইতালিতে ফের লকডাউন, সংক্রমণ ১০ লাখ ছাড়াল

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২০ at ৯:০২ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের প্রাদুর্ভাবে বিপর্যস্ত ইতালি। প্রতিদিন বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। দ্বিতীয় ধাপে সংক্রমণ শুরুর পর ইতিমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ও মৃত্যুর সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। এই প্রাদুর্ভাব ঠেকাতে কয়েকটি অঞ্চলে আবার নতুন করে লকডাউন শুরু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া করোনাভাইরাসে গত বৃহস্পতিবার পর্যন্ত মোট আক্রান্ত ১০ লাখ ৬৬ হাজার ৪০১ জন। মোট মারা গেছেন ৪৩ হাজার ৫৮৯জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুবরণ করেছে ৬৩৬ জন। বৃহস্পতিবার টেস্ট করা হয় দুই লাখ ৩৬ হাজার ৬৭২ জন। এর মধ্যে আক্রান্ত ৩৭ হাজার ৯৭৮জন। একই সঙ্গে বেড়ে চলেছে দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা। প্রায় শূন্যে নেমে যাওয়া গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা বর্তমানে ৩ হাজার ১৭০ জনে দাঁড়িয়েছে। এ অবস্থায় গত ৬ নভেম্বর থেকে দেশের নয়টি ঝুঁকিপূর্ণ স্থান ও চারটি বিভাগীয় অঞ্চলকে ১৫ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে ইতালির সরকার। প্রধানমন্ত্রী স্বাক্ষরিত অধ্যাদেশে বলা হয়েছে, অতীতের মতো আবারো সমগ্র ইতালিকে তিনভাগে বিভক্ত করা হয়েছে। যেসব অঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে সেসব অঞ্চলকে রেড জোনের তালিকায় আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপিএসএলে আজ মাঠে নামবেন তামিম
পরবর্তী নিবন্ধরাতে যান চলবে না ১০ দিন