ইতালি উপকূলে জাহাজ-ডুবি শিশুসহ ৪৩ জনের মৃত্যু

| সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:১২ পূর্বাহ্ণ

ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে উত্তাল সমুদ্রে জাহাজ ডুবিতে ৪৩ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইতালির উপকূলরক্ষী ও পুলিশ। ইতালির কোস্ট গার্ড এক বিবৃতিতে বলেছে, বর্তমানে মোট ৮০ জনকে জীবিত পাওয়া গেছে। তাদের কেউ কেউ সাঁতরে তীরে আসতে পেরেছেন। আর উপকূূল বরাবর এলাকা থেকে ৪৩ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পূর্ব ক্যালাব্রিয়া উপকূলের সাগর তীরবর্তী রেসোর্ট স্টেকাটো ডি কুত্রর কাছে জাহাজ ডুবি হয়। ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় ক্রোটোন শহরের কাছে ভেড়ার চেষ্টা করার সময় জাহাজটি পাথরে টক্কর খেয়ে ভেঙে যায়। খবর বিডিনিউজের।

জাহাজটিতে ১২০ জন মতো ছিল। সাগরে জীবিত আর কেউ আছে কিনা তার সন্ধান চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এক বিবৃতিতে ঘটনাকে বড় ধরনের একটি মর্মান্তিক ঘটনা বলে বর্ণনা করেছেন। উন্নত জীবনের আশায় ইউরোপে যেতে এভাবে ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি বন্ধ হওয়া অপরিহার্য মন্তব্য করেন তিনি বলেন, এতে কেবল পাচারকারীদের ফায়দা হয়, আর আজকের মতো এমন সব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জাহাজটিতে ইরান, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা ছিল বলে জানিয়েছে ইতালির একটি সংবাদ সংস্থা। নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। ইতালির উপকূলরক্ষীরা দমকলকর্মী এবং অন্যান্য পুলিশ বাহিনীর সঙ্গে ঘটনাস্থলে রয়েছে বলে জানানো হয়েছে খবরে।

পূর্ববর্তী নিবন্ধভবন নির্মাণে অনিয়মে গ্রেপ্তার ১৮৪
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১