হাটহাজারী উপজেলার পশ্চিম শিকারপুর ইডেন নূর ইংলিশ স্কুলে ব্যতিক্রমী ফ্রুটস ফ্যাস্টিভল (ফল উৎসব) অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে স্কুল ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে দেশি বিদেশি হরেক রকমের ফলের প্রদর্শনীর আয়োজন করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ। তিনি বলেন, আমরা ইডেন স্কুল পরিবার সবসময় চাই আমাদের ছাত্র ছাত্রীরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করতে পারে। বাচ্চাদেরকে দেশি বিদেশি বিভিন্ন ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকের এই আয়োজন। স্কুলের ছাত্র ছাত্রী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ফ্রুট্স ফ্যাস্টিভলকে প্রাণবন্ত করে তুলেছে বলে তিনি মন্তব্য করেন। স্কুলের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ ইয়াসিন সেলিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রিন্সিপাল মাহনূর তাসনিম, বাংলাদেশ ইসলামিয়া স্কুল দুবাই’র সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, চিটাগাং ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির চেয়ারম্যান কে এম মুসা, হাটহাজারী শিকারপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ খালেক, রাঙ্গুনিয়া বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিউল আলম, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ নেতা আবু আলম, রাঙ্গুনিয়া উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি সাঈদ মাহমুদ রনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।