ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের ইন্তেকাল

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫০ পূর্বাহ্ণ

প্রখ্যাত প্রকৌশলী মোস্তাফিজুর রহমান আর নেই। গতকাল মঙ্গলবার সকাল ১০টা নাগাদ নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল নগরীর মনসুরাবাদ খান সাহেব আবদুল হাকিম জামে মসজিদে প্রাঙ্গনে বাদ এশা প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় নিজ গ্রাম ফেনির মাতুভূঁইয়া এলাকার সৈয়দ মিয়াজি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নগরীর মনসুরাবাদের মোল্লাপাড়া নিবাসী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম স্টিল মিলে প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি কাতার চলে যান এবং দীর্ঘদিন কাতার স্টিল মিলে কর্মরত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধফয়েজ আহমদ চৌধুরী
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার