মীরসরাইয়ের সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলকে (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। গত ১২ ফেব্রুয়ারি দুপুর ২টায় বারইয়ারহাট ব্র্যাক ব্যাংকের নিজ অফিস কক্ষে অসুস্থবোধ করলে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত মঙ্গলবার সকাল ১০টায় শান্তিরহাট মাদরাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে বাবা, মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। জানাযাপূর্ব আলোচনায় বক্তব্য দেন, কক্সবাজার চেম্বারের সিনিয়র সহ–সভাপতি সাবেদ উর রহমান সুমু, ক্লিফটন গ্রুপের সিইও মহিউদ্দিন চৌধুরী, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া প্রমুখ।