উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ১ রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। মৃত রোহিঙ্গা কুতুপালং ১/ইস্ট ক্যাম্পের সি/৫ ব্লকের ছৈয়দ আলমের পুত্র মোহাম্মদ হারেস (২২)। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে উক্ত ক্যাম্পে এ ঘটনা ঘটে। জানা যায় নিহত রোহিঙ্গা মোহাম্মদ হারেস অবৈধভাবে ক্যাম্প ও সংলগ্ন এলাকায় মিনি টমটম (ইজিবাইক) মালিক ও চালক। শনিবার রাতে গ্যারেজে টমটমের ব্যাটারি চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরবর্তীতে আশে–পাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।












