ইছাপুর বাদশা মিয়া চৌধুরী ডিগ্রি কলেজে বসন্ত ও পিঠা উৎসব

| শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৭:৫২ পূর্বাহ্ণ

ইছাপুর বাদশা মিয়া চৌধুরী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে বসন্ত বরণ ও পিঠা উৎসব গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম সোলায়মান বি.কম। উদ্বোধক ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সালামত উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লিউজা নাভীন খান, জাফতনগর ইউপি চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন জিয়া। কলেজ মাঠে ছাত্রছাত্রীরা বসন্ত বরণের সাথে সাথে নানা বাহারি পিঠার স্টল নিয়ে। সাথে চলে গান ও নৃত্য। পিঠা উৎসবে বরাদ্দকৃত স্টল থেকে সাজসজ্জা ও নানা মানসম্পন্ন পিঠা তৈরির ওপর ভিত্তি করে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দুটি স্টলকে পুরস্কার প্রদান করা হয়। অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিজ্ঞান ইউনিটের চট্টগ্রাম অঞ্চলের ভর্তি পরীক্ষা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে মঞ্চ নাটকের আলোকচিত্র প্রদর্শনী