‘ইকুইটি অনুরুপা’ চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় রশীক হাজারী লেইন, প্যারেড ময়দানের উত্তর দিকে নির্মিত একটি নান্দনিক আবাসিক প্রকল্প। এটি ইকুইটির ৫২ তম প্রকল্প যা গত ৯ সেপ্টেম্বর গর্বিত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে এপার্টমেন্টের মালিকগন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৫.০৬ কাঠার উপর নির্মিত ১৪ তলা বিশিষ্ট ৩৭ ইউনিটের দৃষ্টিনন্দন আবাসিক ভবনটির প্রধান স্থপতি উ থেন য়াইন অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, ভবনের বহিরাংশ ও ভিতরাংশের মধ্যে সেতু বন্ধন তৈরী করা এবং সামনের দিকের পরিবর্তিত ইতিবাচক সেমি কমিউনিটি স্পেস সৃষ্টি করা ভবনটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ইকুইটির ব্যবস্থাপনা পরিচালক কাজী আইনুল হক তার বক্তব্যে বলেন, ইকুইটি অনুরুপা এর স্থাপত্যশৈলির কারণে অনন্য সাধারণ একটি আবাসিক প্রকল্প। প্রজেক্টের প্রতিটি এপার্টমেন্টের খোলামেলা ডিজাইনের কারণে আলো এবং বাতাসের চলাচল সার্বক্ষণিক। সভায় ইকুইটির চেয়ারম্যান মাহফুজুল হক বলেন, আশা মানুষকে বাচার প্রেরণা যোগায়, আশা সৃষ্টি হয় মানুষের বাসা থেকে, ফ্লাটগুলোকে বাসায় রুপান্তর করতে হলে পারস্পারিক সহমর্মিতা শ্রদ্ধাবোধ ও ছাড় দেওয়ার মানুষিকতা থাকলে একটি ফ্ল্যাট একটি ভালো বাসায় রুপান্তর হতে পারে। সভায় আরো বক্তব্য রাখেন, ইকুইটি অনুরুপা এসোসিয়েশনের সভাপতি এ,কে,এম ফজলুল করিম চৌধুরী, সেক্রেটারী মোঃ সহিদুল ইসলাম, কোষাদক্ষ আবু নাসের, ইকুইটির কার্যনির্বাহী পরিচালক এস,এম, মোরশেদ জাফর ও হেড অব সেলস্ জহিরুল আলম জুয়েল। প্রেস বিজ্ঞপ্তি।