চট্টগ্রাম থেকে ইএফডিতে (ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস) চালান কেটে পুরস্কার জিতেছেন দুই ব্যক্তি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘোষিত দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা জিতেছেন পাঁচলাইশের আশিকুর রহমান। তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা জিতেছেন সাতকানিয়ার মোহাম্মদ মিজানুর রহমান। গতকাল রোববার চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কারের চেক তুলে দেন ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন। তিনি বলেন, ইএফডি চালান ইস্যু করে ব্যবসায়ীরা সুনাগরিকের দায়িত্ব পালন করছেন। জনগণ সচেতন হয়ে ইএফডি চালান সংগ্রহ ও সংরক্ষণ করে একদিকে যেমন নিজেদের দেওয়া মূসক সরকারি কোষাগারে জমা নিশ্চিত করছেন, অন্যদিকে লটারি বিজয়ী হয়ে পুরস্কার জিতে নিচ্ছেন। এনবিআর ক্রেতাদের বা ভ্যাটদাতাদের উৎসাহিত করতে প্রতি মাসের ৫ তারিখে একটি বিশেষ লটারির আয়োজন করেছে। এ লটারিতে ১০১টি পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।