ইউসেপ এমপ্লয়িজ কমিটি, সিইপিজেড ও কেইপিজেড এর যৌথ সভা গত বুধবার বেপজিয়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলিটা বিডির কান্ট্রি প্রধান এমপ্লয়িজ কমিটির সভাপতি এইচ এম ফেরদৌস। এতে উপস্থিত ছিলেন ইউসেপ এমপ্লয়িজ কমিটি কে ইপিজেড, সি ইপিজেডের সহ–সভাপতি আজিজুল বারী চৌধুরী জিন্নাহ, ইউসেপ আমবাগানের আবদুল মান্নান, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের এইচআর প্রধানগণ।
সভায় বক্তারা ইউসেপ–এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, সুবিধাবঞ্চিত ও নিম্নবিত্ত পরিবারের তরুণদের কর্মজীবনে যুক্ত করার মাধ্যমে দারিদ্র্য হ্রাস এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা ইউসেপর অন্যতম অঙ্গীকার। সিইপিজেড ও কেইপিজেডে অবস্থিত বিভিন্ন কারখানায় দক্ষতার ভিত্তিতে নিয়োগের সুযোগ বাড়ানোর বিষয়ে মত প্রকাশ করা হয়। সভায় বিদ্যমান ট্রেড কোর্সগুলোর পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান, সেলাই মেশিন অপারেটর, মেশিন মেইনটেন্যান্স ইত্যাদি কোর্স চালুর প্রস্তাব করা হয়। নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর সাথে যৌথ উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজনের প্রস্তাব করা হয়। সিইপিজেড ও কেইপিজেডে অন্তর্ভুক্ত অন্তত ২০টি প্রতিষ্ঠান ইউসেপ শিক্ষার্থীদের জন্য বছরে ন্যূনতম ৫% নিয়োগ সংরক্ষণে আগ্রহ প্রকাশ করেছে। ইউসেপ ট্রেনিং সেন্টার থেকে প্রতি ব্যাচের শিক্ষার্থীকে চাকরির সংযোগে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়। সভাপতি এইচ এম ফেরদৌস সকল উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, সুবিধাবঞ্চিত যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ সম্পদ। ইউসেপের উদ্যোগ, প্রশিক্ষণ ও শিল্প প্রতিষ্ঠানের সহযোগিতা মিলেই এই তরুণদের জন্য নতুন আশার দ্বার উন্মোচন করবে। প্রেস বিজ্ঞপ্তি।