পর্যটন নগরী কক্সবাজারে ইউসেপ বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়। ইউসেপ বাংলাদেশ বিগত ৫০ বছর যাবত সাধারণ শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও শোভন কর্মসংস্থান তৈরিতে দেশে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের আর্থ–সামাজিক অবস্থা বিবেচনায় ঝরে পড়া শিশু–কিশোর, ও তারুণ্যের ভবিষ্যৎ বিনির্মাণের উদ্দেশ্যে ১৯৭২ সালে নিউজিল্যান্ডের নাগরিক, সুহৃদ লিন্ডসে এ্যালান চেইনী ইউসেপ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে ইউসেপ বাংলাদেশ হিসেবে এদেশে হাজারো তরুণ স্বপ্নবাজের স্বপ্ন–সারথি হয়ে নিরন্তর কাজ করে চলেছে। বর্তমানে দেশব্যাপী ইউসেপ বাংলাদেশের ৮টি ভৌগলিক এলাকার সাধারণ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ৩৫ হাজারের অধিক শিশু–কিশোর ও যুবা সাধারণ শিক্ষা ও উন্নত কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ টেকনিশিয়ান হিসেবে শ্রম বাজারে প্রবেশ করছে।
গত ১৩ মে ইউসেপ কক্সবাজার টিভিইটি ইনস্টিটিউটে ৫০ বর্ষপূর্তি উৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালির উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী। অতিথি ছিলেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কুদরত উল্লাহ সিকদার, ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মাসুদ আলম, ইউসেপ কক্সবাজারের উপব্যবস্থাপক মো. আকরাম হোসেন সবুজ, জয়নুল আমীন, এহসানুল হক ও ইউসেপের পদস্থ কর্মকর্তাবৃন্দ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।