ইউসিটিসিতে অনলাইন বিজনেস অলিম্পিয়াড ১৫ ও ২০ ডিসেম্বর

| বুধবার , ১৮ নভেম্বর, ২০২০ at ১১:৫২ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) এর স্কুল অফ বিজনেসের উদ্যোগে আগামী ১৫ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইন বিজনেস অলিম্পিয়াড ২০২০। শিক্ষার্থীদের ব্যবসায় শিক্ষা বিষয়ক প্রায়োগিক জ্ঞান মূল্যায়নের লক্ষ্যে ঢাকার বাইরে এটাই প্রথম কোন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অলিম্পিয়াডের আয়োজন। অনলাইন প্লাটফর্মে দুই রাউন্ডে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর প্রথম রাউন্ড ও ২০ ডিসেম্বর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। গতকাল ইউসিটিসির স্কুল অফ বিজনেসের এক সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় আরও জানানো হয়, ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সকল (ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও মানবিক) বিভাগের ছাত্র-ছাত্রীরা এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে। অনলাইন অলিম্পিয়াডটিতে প্রাইজমানি হিসেবে থাকছে সর্বমোট ২০ হাজার টাকা। প্রথম পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ান পাবেন ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে ফার্স্ট রানার্সআপের জন্য থাকছে ৬ হাজার টাকা ও সেকেন্ড রানার্সআপের জন্য ৪ হাজার টাকা। তাছাড়া বিজয়ী প্রথম দশ জনকে স্নাতক পর্যায়ে ইউসিটিসিতে পড়াশোনার জন্য ১০০% স্কলারশিপ দেয়া হবে। প্রতিযোগিতার বিস্তারিত নিয়মাবলী জানতে ও রেজিস্ট্রেশন করার জন্য আগ্রহী শিক্ষার্থীদের টঈঞঈ ইঁংরহবংং ঙষুসঢ়রধফ ২০২০ ফেসবুক ইভেন্ট পেইজে ভিজিট করতে হবে অথবা নঁংরহবংংড়ষুসঢ়রধফ@ঁপঃপ.বফঁ.নফ এই ঠিকানায় ই-মেইল করেও রেজিস্ট্রেশন করতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘অনন্য বাংলাদেশ’ এর কমিটি গঠন
পরবর্তী নিবন্ধআকবরশাহে কাভার্ডভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু