ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের (ইউসিটিসি) সকল বিভাগে অটাম ২০২২ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত ১ জুলাই ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের প্রাক্তন ডিন প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা প্রফেসর নুরুল আবসার, বোর্ড অব ট্রাস্টিজ সেক্রেটারি মোহাম্মদ ওসমান, ট্রেজারার অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ডিরেক্টর অব ফিন্যান্স আবদুল কাদের তালুকদার প্রমুখ। এতে সকল বিভাগের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।