ইউরোর সেরা একাদশ

| বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ১১:৩৫ পূর্বাহ্ণ

ইতালির শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর ইউরো ২০২০। আসর শেষে টুর্নামেন্টের আয়োজক উয়েফা ঘোষণা করেছে টুর্নামেন্টের সেরা একাদশ। দলে প্রাধান্য পেয়েছেন দুই ফাইনালিস্ট ইতালি ও ইংল্যান্ডের খেলোয়াড়রা। সেখানে জায়গা হয়নি গোল্ডেন বুট জয়ী পর্তুগাল অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদোর। একাদশে চ্যাম্পিয়ন ইতালির রয়েছেন সর্বোচ্চ পাঁচজন, রানার্স-আপ ইংল্যান্ডের তিনজন। ডেনমার্ক, স্পেন ও বেলজিয়াম দল থেকে আছেন একজন করে। উয়েফার টুর্নামেন্ট সেরা একাদশ: জানলুইজি দোন্নারুম্মা, কাইল ওয়াকার, লিওনার্দো বোনুচ্চি, হ্যারি ম্যাগুইয়ার, লিওনার্দো স্পিনাস্‌েসালা, জর্জিনিয়ো, পিয়ের-এমিল হয়বিয়ার, পেদ্রি, ফেদেরিয়ো চিয়েসা, রোমেলু লুকাকু, রাহিম স্টারলিং।

পূর্ববর্তী নিবন্ধ‘ম্যারাডোনার সাথে মেসির তুলনা চলে না’
পরবর্তী নিবন্ধনিজেকে আবারো ক্রিকেটের বস ঘোষণা গেইলের