২০২৪–২৫ মৌসুমে ইউরোপীয়ান গোল্ডেন বুট জয় করেছেন কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুমে মাদ্রিদের হয়ে অভিষেকে এমবাপ্পে লা লিগায় ৩১ গোল করেন। ইউরোপীয়ান স্পোর্টস মিডিয়ার আয়োজনে মর্যাদাকর এই ব্যক্তিগত ট্রফি এই প্রথমবারের মত এমবাপ্পের হাতে উঠেছে। বার্নাব্যুতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এমবাপ্পে ছাড়াও আরো উপস্থিত ছিলেন মাদ্রিদ কোচ জাবি আলোনসোসহ পুরো দল ও ক্লাব সভাপাতি ফ্লোরেনতিনো পেরেজ। এক মৌসুমে ইউরোপীয়ান লিগ সর্বোচ্চ গোলদাতাকে এই পুরস্কার প্রদান করা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগের পয়েন্ট পদ্ধতিও বেশী থাকে।
৩১ গোল করার সুবাদে এমবাপ্পে সর্বমোট ৬২ পয়েন্ট সংগ্রহ করেছেন। এই তালিকায় তিনি পিছনে ফেলেছেন স্পোর্টিং লিসবনের ভিক্টর গায়কেরেস (৫৮.৫ পয়েন্ট) ও লিভারপুলের মোহাম্মদ সালাহকে (৫৮ পয়েন্ট)।












