রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম গতকাল সকালে পাহাড়তলীস্থ ইউরোপিয়ান ক্লাব ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ভাস্কর্য পরিদর্শন করেছেন। সকাল ১০টায় ইউরোপিয়ান ক্লাব পরিদর্শন শেষে রেল সচিব ফয়স লেকে যান। ফয়স লেক পুরোটাই রেলওয়ের জমি। এসময় রেল সচিবের সাথে উপস্থিত ছিলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌলশী মো. সবুক্তগীন, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী তানভিরুল ইসলাম, কালুরঘাট সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী আবুল কালাম চৌধুরী, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এবিএম কামরুজ্জামান, রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী–১ আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোছাইন প্রমুখ।
দুইদিনের সফরে গত বৃহস্পতিবার চট্টগ্রাম আসনে সচিব ফাহিমুল ইসলাম। গত বৃহস্পতিবার সকালে তিনি প্রথমে চট্টগ্রাম বন্দরে যান। সেখানে বন্দর চেয়ারম্যানের সাথে বৈঠক করেন। চট্টগ্রাম বন্দরের কন্টেনারের বড় একটি অংশ রেলওয়ে পরিবহন করে থাকে। চট্টগ্রাম বন্দরে ব্যবসায়ীদের আমদানিকৃত পণ্যের কন্টেনারগুলো চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে কন্টেনার ট্রেনে করে কমলাপুর আইসিডিতে পরিবহন করা হয়। এরপর রেল সচিব চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) পরিদর্শন করেন।
উল্লেখ্য, ৪০ কোটি টাকা ব্যয়ে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিহাস–ঐতিহ্যের ধারক এ ভবনটি সংস্কার করার সময় ব্রিটিশ স্থাপত্যশৈলী অক্ষুণ্ন রাখা হবে। এজন্য নিয়োগপ্রাপ্ত পরামর্শক প্রতিষ্ঠান চলতি মাসের শেষ দিকে ঢাকার রেল ভবনে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করবে। এরপর তারা চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে, আর সেই ভিত্তিতেই টেন্ডার প্রক্রিয়া শেষে সিআরবি ভবন সংস্কার করা হবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, এ মাসের শেষ দিকে পরামর্শক প্রতিষ্ঠানের প্রেজেন্টেশনের পর আশা করা যায় তারা চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। এরপরই সংস্কার প্রক্রিয়া শুরু হবে।