ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র বিপ্লবী ও শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। এই বীরকন্যার ৮৯তম আত্মাহুতি দিবসে নানান সংগঠন পাহাড়তলীস্থ তাঁর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানান।
মোস্তফা-হাকিম কলেজ : ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র বিপ্লবী ও শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯ তম আত্মাহুতি দিবস উপলক্ষে মোস্তফা-হাকিম কলেজের ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার বিকেলে পাহাড়তলীস্থ বীরকন্যার ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানান সাবেক মেয়র মনজুর আলম।
এ সময় মনজুর আলম বলেন, চট্টগ্রামের পটিয়া উপজেলায় জন্ম নেয়া বীরকন্যা জীবনের শুরু থেকেই মেধাবী ও দেশ প্রেমিক ছিলেন। ততকালীন ঢাকার বিপ্লবী দল দীপালী সংঘ এবং কলকাতার ছাত্রী সংঘের সক্রিয় কর্মী ছিলেন প্রীতিলতা। দেশপ্রেমিক প্রীতিলতা ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর রাতে সূর্যসেনের নির্দেশে চট্টগ্রামের পাহাড়তলিতে অবস্থিত তৎকালীন ইউরোপিয়ান ক্লাব আক্রমণে যান। এই আক্রমণ সফল হলেও এক ইংরেজের গুলিতে আহত হন প্রীতিলতা। শত্রুর হাতে ধরা পড়ার আগেই নিজের পোশাকের ভেতর লুকিয়ে রাখা মারাত্মক বিষ পটাশিয়াম সায়েনাইড মুখে ঢেলে আত্মাহুতি দেন নিজেকে। প্রীতিলতার এই আত্মদান যুগ যুগ ধরে দেশপ্রেমের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক আবু ছগির, অসীম চক্রবর্তী প্রমুখ।
পূজা উদযাপন পরিষদ : উপমহাদেশের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা সভাপতি শ্যামল কুমার পালিত। গতকাল শুক্রবার পাহাড়তলীস্থ ইউরোপিয়ন ক্লাবের অদূরে স্থাপিত আবক্ষ ভাষ্কার্যে শ্রদ্ধাঞ্জালি অর্পণ করা হয়। এ সময় বিপুল কান্তি দত্ত, বিশ্বজিৎ পালিত, উত্তম শর্মা, বিকাশ মজুমদার ও শিপুল দে সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে সাহসিকতাপূর্ণ সফল অভিযানের স্বাক্ষীবহনকারী ইউরোপিয়ন ক্লাবে ‘প্রীতিলতা ওয়াদ্দেদার জাদুঘর’ প্রতিষ্ঠাকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার উদ্যোগে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯ তম আত্মহুতি দিবস উপলক্ষে সকালে পাহাড়তলীস্থ শহিদ স্মৃতি পাঠাগারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলার কোষাধক্ষ্য ডেনি বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পাহাড়তলী থানা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি অবিনাশ রায়, সাংস্কৃতিক সম্পাদক শুভ দেবনাথ, শহিদ স্মৃতি পাঠাগারের সংগঠক দিপা পাল, মুক্তা পাল, জয়শ্রী রায় প্রমুখ। সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক রনি কান্তি দেব।
বাসদ : ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯ তম আত্মাহুতি দিবসে গতকাল শুক্রবার পাহাড়তলীস্থ প্রীতিলতা ভাস্কর্যে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখা। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বাসদ(মার্কসবাদী) জেলা সদস্য সচিব শফি উদ্দিন কবির আবিদ, ইন্দ্রানী ভট্টাচার্য সোমা, আসমা আক্তার, জাহেদুন্নবী কনক, দীপা মজুমদার প্রমুখ।